সিলেটের শেখঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৮:১০ পূর্বাহ্ণ
সুরমা ডেস্কঃ সিলেট নগরীর শেখঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম নিহত আলী হোসেন (২২)। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাজপুর গ্রামের আশরাফ আলম তানভিরের পুত্র। আলী হোসেন শেখঘাটস্থ মতিন মিয়ার চাউলের গুদামের কর্মচারী। ওই গুদামেই আলী অন্যান্য কর্মচারীদের সাথে বসবাস করতো। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আলী হোসেন শুক্রবার রাতে তারাবিহ’র নামাজে যায়নি। তার সাথে কর্মচারীরা তারাবিহ’র নামাজ শেষে গুদামে আলীর রুমে গেলে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি সিলেট কোতোয়ালি থানাকে অবগত করলে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, আলী হোসেনের মৃত্যুর কারণ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।