ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে সিলেটের গুলজার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৬, ৬:০৫ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গত ১২ জুন ঘোষণা করা হয়েছে।
১২জুন এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
নবগঠিত এপূর্নাঙ্গ কমিটিতে গনযোগাযোগ ও উন্নয়ন বিষয় সম্পাদক পদে স্থান পেয়েছেন সিলেটের জকিগন্জের সন্তান গুলজার আহমেদ সাবেল।
গুলজার আহমেদ সাবেলের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের খলা দাপনিয়া গ্রামে।
গণনযোগাযোগ সম্পাদক নির্বাচিত হওয়ায় গুলজার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারা জীবন যেন মুজিব আর্দশের সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।