অচিরেই দল ছাড়ছেন শতাধিক নেতা-কর্মী:ওসমানীনগরে নিজেদের আগুনেই পুড়ছে জাপা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৬, ৪:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা আন্দোলনে যাচ্ছেন। তিন মাসের মধ্যে ওসমানীনগরে সিলেট জেলা জাপা কর্তৃক পর পর দুটি কমিটি ঘোষণা করায় সংগঠন নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা ।
চলতি বছরের ১০মার্চ সিলেট জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী ও সদস্য সচিব উসমান আলী কর্তৃক ওসমানীনগর উপজেলা জাপার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে সৈয়দ এনামুল হক ও শেখ আসাদুজ্জামান জুবায়ের। উক্ত কমিটি মাত্র দুই মাস ২৪দিন দায়িত্ব পালনের পর গত ৬জুন উপজেলা জাপা নেতৃবৃন্দকে অন্ধকারে রেখে নতুন আরেকটি কমিটি ঘোষণা করেন জেলার একই নেতৃবৃন্দ। নবগঠিত কমিটিতে সুফি মাহমুদ ও মকবুল হোসেন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকে দায়িত্ব লাভ করেন। উক্ত কমিটি ঘোষণার পর ওসমানীনগর জাপা নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েন। এরই প্রেক্ষিতে গত ১৫জুন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জাপা নেতৃবৃন্দের বিরুদ্ধে অনৈতিক সুবিধা লাভের অভিযোগ তুলে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান ওসমানীনগর জাপার পূর্বের কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাপা ওসমানীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের বলেন, জেলা জাপার আহবায়ক ও সদস্য সচিব নিজেদের মতো দল পরিচালনা করছেন। আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী টাকার বিনিময়ে দলীয় গঠনতন্ত্রে তোয়াক্কা না করে তিনমাসের মধ্যে পর পর দুটি কমিটি ঘোষণা করেছেন। যা অগণতান্ত্রিক ও অনেতা সূলভ। তাদের অনৈতিকতায় পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া সংগঠন জাপার সিলেটে অবস্থান দিন দিন নাজুক হয়ে পড়ছে। ওসমানীনগর জাপার সিনিয়র নেতা-কর্মীদের সাথে পরামর্শ না করেই চুপি চুপি নতুন আরেকটি কমিটি ঘোষণা তার রাজনৈতিক অবস্থানের দেউলিয়াত্ব প্রমাণ করে। আমরা অগণতান্ত্রিক ভাবে গঠিত নতুন কমিটি বাতিলের জন্য পল্লীবন্ধু এরশাদের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, দলীয় নেতৃবৃন্দের প্রতি অনাস্থা এনে ওসমানীনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী ইতোমধ্যে দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। যে কোন সময় তারা দল থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানীনগর জাপার একাধিক নেতা-কর্মী সুরমা নিউজ’কে বলেন, বর্তমানে জাতীয় ভাবে যেমন জাপা চরম অব্যবস্থাপনায় রয়েছে, তেমন অবস্থান তৈরী হয়েছে ওসমানীনগরে। এক সময়ে জাপার দূর্গ বলে খ্যাত ওসমানীনগরে জাপা এখন নিশ্চিহ্ন হবার পথে। বিগত সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাপা জয় লাভ করলেও স্থানীয় এমপি দলের কলেবর বাড়ানোর চাইতে নিজের শ্রীবৃদ্ধিতেই ব্যস্ত রয়েছেন। যা দলের জন্য অন্তরায়। বিগত ইউপি নির্বাচনে জাপার শোচনীয় পরাজয় প্রমাণ করে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের চাইতে নিজেদের স্বার্থ হাসিলেই ব্যস্ত ছিলেন।
এ ব্যাপারে সিলেট জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।