মিশিগান স্টেইট যুবলীগের কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৬, ৯:২৮ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনকে সভাপতি ও শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মিশিগান স্টেইট যুবলীগ।
এক বার্তায় নেতৃবৃন্দ বলেন- মিশিগান যুবলীগ পরিবার অত্যন্ত ঐক্যবদ্ধ। যারা মিশিগান স্টেইট যুবলীগের কমিটি নিয়ে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে হুশিয়ার করে দেয়া হচ্ছে আর কোন ষড়যন্ত্র হলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।
আমাদেরকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার কারনে কোন ষড়যন্ত্রকারী আমাদের কিছু করতে পারেনি।
আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। আমরা ছাত্রলীগ করেছি যুবলীগ করছি কোন ব্যাক্তি বা কোন গোষ্ঠির ফায়দা হাসিল করার জন্য নয়।
আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের দেয়া কমিটির নেতৃত্বে যুবলীগ করে যদি অপরাধী হই তাহলে বাংলাদেশের প্রত্যেক জেলা, মহানগর, উপজেলা ,ইউনিয়ন যুবলীগের কমিটিগুলো অপরাধী।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের হাতে যুবলীগের গুরুদায়িত্ব অপর্ন করেছেন আমরা মিশিগান স্টেইট যুবলীগ তাদের নেতৃত্বেই কাজ করতে চাই। এতে যদি কোন অশুভ শক্তির আনাগোনা দেখি তাহলে সেই সকল অশুভ শক্তিকে প্রতিহত করা হবে। আমরা অত্যন্ত ঐক্যেবদ্ধ এই পরীক্ষা আমরা অতীতে অনেকবার দিয়েছি।
অনেকেই চেষ্টা করেছে আমাদের ঐক্যের ফাটল ধরাতে পারেনি পারবেও না। আমরা কোন পদ পদবির জন্য রাজনীতি করি না। মিশিগান স্টেইট যুবলীগ সুমন ও জাবেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে ও থাকবে।
সুমন ও জাবেদের নেতৃত্বে মিশিগান যুবলীগের কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্ববায়ক বাহার খন্দকার সবুজসহ যুক্তরাষ্ট্র যুবলীগের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।