গণগ্রেফতার ও হয়রানী বন্ধের দাবি জানালো সদর উপজেলা ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:১০,অপরাহ্ন ১৬ জুন ২০১৬
পবিত্র রমজান মাসে দেশব্যাপী সাড়াশি অভিযানের নামে নিরীহ নেতাকর্মীদের গণগ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
অবিলম্বে অন্যায়ভাবে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও নিরীহ রোজাদারদের শান্তিতে ইফতার-সেহরি পালনের স্বার্থে গণগ্রেফতার বন্ধেরও আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ ও সদস্য সচিব সিয়াম আহমদ সোহেল বলেন, অবৈধ সরকারের দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সর্বত্র খুন, গুম আর রাহাজানি। যেখানে সেখানে পাওয়া যাচ্ছে নিরীহ নারিকের লাশ। এই পাহাড়সম ব্যর্থতা আড়াল করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই জঙ্গি দমনের নামে নিরীহ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। গণগ্রেফতারের পেছনে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর নিরব চাদাঁবাজীতে জাতি অতিষ্ঠ। অবিলম্বে গণগ্রেফতার ও হয়রানী বন্ধ করুন। পবিত্র রমজান মাসে মানুষকে শান্তিতে ইফতার ও সেহরী গ্রহণের সুযোগ দিন। -প্রেস বিজ্ঞপ্তি।