সিলেটে এক সপ্তাহে নিহত ৭
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ৬:১৩ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ সিলেটে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। রমজানের শুরু থেকে এ পর্যন্ত শুধু সিলেট জেলায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।
সিলেট-বিয়ানীবাজারে সড়কের মেওয়া এলাকায় বুধবার সিএনজি অটোরিকসা ও অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মাসুক আহমদ নামে এক যাত্রী। পরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মাজেদা বেগম (৩৫)।
মঙ্গলবার দিবাগত রাতে সিলেট শহরতলীর মালনিছড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নগরীর ইলেক্ট্রিসাপ্লাই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোটরসাইকেল আরোহী মো. খলিল উল্লাহ’র মৃত্যু হয়েছে।
৭ জুন সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ নিপোবন আবাসিক এলাকার অরজিত রায় ও তার স্ত্রী সুমিতা নিহত হন। নিহত অরজিত রায় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও সুমিতা দাস দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
৮ জুন সিলেট মহানগরী ও জকিগঞ্জে লাইটেস ও লেগুনা চাপায় ২ জন নিহত ও ১২ জন আহত হন। ঐ দিন বিকেল ৫টার দিকে সিলেট মহানগরীর শেখঘাটে জিতু মিয়ার পয়েন্টে একটি দ্রুতগামী লাইটেসের চাপায় প্রাণ হারান এক রিকসাচালক। এ সময় আরো ২ জন আহত হন। অপরদিকে, জকিগঞ্জ-কালিগঞ্জ সড়কের সেনাপতি নামক স্থানে লেগুনা চাপায় জকিগঞ্জ উপজেলায় রারাই গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে ময়ুর আলী (৫০) নিহত হন। আহত হন শিশু ও মহিলাসহ অন্তত ১০ যাত্রী।
১৩ জুন সিলেট-কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক বাস উল্টে আহত হন প্রায় ২০ জন। ওইদিন দুপুরে বোরহান উদ্দিন সড়কের মির্জার গ্রামের মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে।