ইলিয়াস আলীর সন্ধানে মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ২:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় আগামি শুক্রবার বাদ জুমআ দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মাকসুদ আলী, সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দীন মুসা, সদস্য সচিব আব্দুস সহিদ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউল বারী চৌধুরী খুর্শেদ ও সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।