ওসমানীনগর উপজেলা ছাত্রদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ১:৫১ অপরাহ্ণ
ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ এহিয়া, উপজেলা বিএনপি’র সাবেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন মিয়া মেম্বারের বাড়িতে পুলিশী তল্লাশী, হয়রানি ও পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দরা।
বিবৃতিতে তারা বলেন, সাঁড়াশী অভিযানের নামে পবিত্র রমজান মাসে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়ীতে বাড়ীতে তল্লাশী হয়রানি, গ্রেফতার ও পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। রমজান মাসে সরকারের তল্লাশী, গ্রেফতার-নির্যাতনের জন্যে অনেক বিরোধী দলীয় নেতা-কর্মীরা বাসায় থাকতে পারছেন না। সুষ্ঠু মত রোযা রেখে সাহরী-ইফতার করতে পারছেন না। অবিলম্বে বিরোধী দল ও সাধারণ মানুষ দমন-নীপিড়ন বন্ধের জোর দাবী জানান। বিবৃতিদাতারা হলেন, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক সাহেল আহমদ, সিনিয়র যুগ্ন আহব্বায়ক কবির আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর মিয়া, রকিব আলী, রেদুয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌঃ শফি, মনসুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, আতিকুল আলম, কয়েছ আহমদ, হোসাইন আহমদ হাসান, এমদাদ আলী, আমিনুর রহমান আমিন, হাবিব চৌধুরী, রমজান আলী, আল আমিন রাজ, সাবাজ আহমদ। প্রেস বিজ্ঞপ্তি