বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জালালী পংকী
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
জঙ্গীবিরোধী সাঁড়াশী অভিযানের নামে পবিত্র রমযান মাসে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গণগ্রেফতার বন্ধের দাবি, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কোথায়ও আজ মানুষের জান-মাল-ইজ্জতের নিরাপত্তা নেই। ধর্ম-বর্ণ, দেশী-বিদেশী নির্বিশেষে সকল মানুষই আজ নিরাপত্তাহীন হয়ে পরেছে। গুপ্ত হত্যা বন্ধ ও প্রকৃত অপরাধিদের সনাক্ত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে সরকার সাঁড়াশী অভিযানের নামে বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গণগ্রেফতার শুরু করেছে।
পুলিশের হিসাব মতে গত ৪ দিনে সন্দেহভাজন ১৪৫ জন জঙ্গীসহ ১১, ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ ১৪৫ জন সন্দেহভাজন আর বাকী সবাই বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। আসলে সরকার পুলিশের গ্রেফতার বাণিজ্য চাঙ্গা করার জন্যে এই গণগ্রেফতার অভিযান শুরু করেছে বলে মনে হচ্ছে। রমযান মাসে সরকারের গ্রেফতার-নির্যাতনের জন্যে অনেক বিরোধী দলীয় নেতা-কর্মীরা বাসায় থাকতে পারছেন না। সুষ্ঠু মত রোযা রেখে সাহরী-ইফতার করতে পারছেন না। অবিলম্বে বিরোধী দল ও সাধারণ মানুষ দমন-নীপিড়নের এই গণগ্রেফতার বন্ধ করতে হবে।