বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নিন্দা জানিয়েছেন লুনা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সুরমা ডেস্কঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী’র সহধর্মিনী ও জেলা বিএনপি’র সিনিয়র সদস্য, বিএনপি’র কেন্দ্রিয় নেত্রী বেগম তাহসিনা রুশদীর লুনা, বৃহস্পতিবার এক বিবৃতিতে ওসমানী নগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ এহিয়া, উপজেলা বিএনপি’র সাবেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন মিয়া মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়িতে পুলিশী তল্লাশী, হয়রানি ও পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এই ফজিলতের মাসে প্রশাসন আইন শৃংখলার চরম অবনতির অবসানের লক্ষ্যে কাজ না করে বিনা অজুহাতে বিএনপি’র নেতৃবৃন্দ’কে হয়রানি, গ্রেফতার ও নির্যাতন করছে। অনতিবিলম্বে এসব অন্যায় ও অপকর্ম পরিহার করার আহবান জানিয়েছেন। পাশাপাশি গ্রেফতার কৃত ছাত্রদল নেতা তছির আহমদ সহ সকল নেতৃবৃন্দের নিশর্ত মুক্তির দাবি জানান।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন, ওসমানী নগর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতাহির আলী চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহব্বায়ক মাসুদুর রহমান।