ওসমানীনগরে সংবাদ সম্মেলনঃ ‘উৎকোচ নিয়ে জাপার কমিটি অনুমোদন’
প্রকাশিত হয়েছে : ৭:০০:৪২,অপরাহ্ন ১৫ জুন ২০১৬
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলায় জাতীয় পার্টির বর্তমান কমিটি থাকাবস্থায় নতুন আরেক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা জাপা নেতৃবৃন্দ। জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী উৎকোচ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রথম গঠিত কমিটির নেতৃবৃন্দরা। বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন উপজেলা জাপার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চলতি বছরে কাউন্সিলের মাধ্যমে সৈয়দ এনামুল হক পীরকে সভাপতি এবং শেখ আসাদুজ্জামান জুবায়ের সম্পাদক করে গঠিত ৭১ সদস্য বিশিষ্ট ওসমানীনগর উপজেলা জাপার কমিটিকে ১০ মার্র্চে অনুমোদন দেন জেলার আহবায়ক কমিটি। সেই কমিটির কার্যক্রম চলমান থাকাবস্থায় নতুন আরেকি কমিটির অনুমোদন দেয় জেলার আহবায়ক কমিটি। তাদের দাবি গঠনতন্ত্র পরিপন্থিভাবে উৎকোচ গ্রহণের মাধ্যমে জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী আধিপত্য খাটিয়ে দ্বিতীয় কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটিতে পুরাতন কমিটির ৩৩জন নেতাকে রাখা হয়েছে দাবি করে তারা বলেন, অনেক নেতা নতুন কমিটি সম্পর্কে অবগতও নয়। এজন্য ৩৩জন নেতাকর্মী নতুন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে অবৈধভাবে গঠিত এবং অনুমোদিত নতুন এই কমিটিকে বাতিল করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদাক শেখ আসাদুজ্জামান জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির নেতা আফজাল আহমদ চৌধুরী বিল্লাহ, হাফিজ আতাউর রহমান লেবু, শ্রী বাসুদেব দাশ, মৌলভী আব্দুল হক, আব্দুল হান্নান সরকার, জাহাঙ্গীর হোসেন, মকবুল আলী, আবুল হোসেন ও আলী আহমদ প্রমুখ।