বিশ্বনাথে চেয়ারম্যানদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৬, ২:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের বিশ্বনাথ উপজেলার অনুষ্ঠিতব্য ৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাশহুদুল কবির’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হকে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানবৃন্দরা হচ্ছেন, লামাকাজি ইউনিয়নে কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ সদর ছয়ফুল হক, দৌলতপুর আমির আলী, অলংকারি নাজমুল ইসলাম রুহেল, রামপাশা এডভোকেট আলমগীর হোসেন, খাজাঞ্চি ইউনিয়নে তালুকদার গিয়াস উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শাহজাহান আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মাসুদুর রহমান, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য দেন, লামাকাজী ইউনিয়নে কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়নে আমির আলী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, জনপ্রতিনিধিরা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার ঘোষিত সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে পালন ও জনগণের প্রত্যাশা পূরণে চেয়ারম্যানরা সচেষ্ট থাকবেন। বিশ্বনাথ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে।