খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে অসুস্থ করে তুলেছিল। কারাগারে চিকিৎসার নামে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও শোকসভা এবং হলিমপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করছি।
তাহসিনা রুশদী লুনা বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিল। আমরা কখনো নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগে ঢুকে আশ্রয় নিইনি। আমরা আমাদের পরিচয় নিয়েই রাস্তায় দাঁড়িয়েছি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে তারা টানা ১৭ বছর ক্ষমতায় টিকে ছিল এবং দেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়েছে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে না লাগিয়ে লুটপাট করা হয়েছে। এখন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যেসব বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো হলে আজ ওসমানীনগর-বিশ্বনাথ সড়কের এমন বেহাল দশা হতো না।
তিনি বলেন, এই এলাকার সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী যে পরিমাণ উন্নয়ন করেছিলেন, পরবর্তীতে আর কোনো দৃশ্যমান সংস্কার কাজ হয়নি।
তাহসিনা রুশদী লুনা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে এখন ভোট দেওয়ার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে। তফসিল ঘোষণা হয়েছে এবং ইনশাআল্লাহ আগামী ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ভোটকেন্দ্রে না যাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে জনগণকে বেরিয়ে আসতে হবে নিজেদের প্রয়োজন, এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে সামনে রেখে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
পৃথক সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহসভাপতি শাহ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ও সদস্য সচিব লয়লুছ মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসএম মাসুদ ও আব্দুর রব।






