তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস সৈয়দ ছহুল আহমদ সেলিম আর নেই!
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক তুখোড় ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, ঐতিহ্যবাহী তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদ (১৯৮১-১৯৮২ ইংরেজি ) নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সৈয়দ ছহুল আহমদ সেলিম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে বাসায় যাওয়ার পরই সকাল ৭ টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগাহী রেখে গেছেন। তাঁর পরিবার মাগফেরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।







