মায়ের জন্য বাসায় দোয়া-দুরুদ কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
রাজধানীর গুলশানের ফিরোজার পাশের লাগোয়া বাসাটি হচ্ছে ১৯৬নং বাসা। এই বাসাটিতেই উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার সামনে নিরাপত্তা কর্মীরা যারা দায়িত্বরত তাদের মধ্যেও শোকের ছায়া।
গুলশান অ্যাভিনিউ ডিপ্লোমেটিক জোনের মধ্যে পড়ায় সেখানে নেতাকর্মীদের ভিড় সেভাবে নেই। তবে যৎসামান্য যারা আছেন তাদের মধ্যে নামপ্রকাশে অনিচ্ছুক গুলশানের এক বাসিন্দা বলেন, ‘কাছাকাছি থাকি। ম্যাডামের বাড়ির সামনে থেকে একটু হেঁটে আসলাম।’
তিনি বলেন, ‘ম্যাডাম নেই, এখন ভরসার জায়গাটা তারেক রহমান। সেইজন্য এখানে এসে কিছু শোকের সঙ্গী হচ্ছি। জানি, লিডারের এই শোক শুধু তার একার শোক নয়, এটা আমাদের সকলের শোক, এটা আমাদের গণতন্ত্র প্রিয় বাংলাদেশিদের শোক।’
মায়ের চলে যাওয়ার শোকে আচ্ছন্ন তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সারাটি সময় পার করেছেন দোয়া-দরুদ ও নামাজে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল রাতে এবং আজকে বিকেল পর্যন্ত বাসায় ম্যাডামের আত্মার মাগফেরাত কামনায় ইবাদত বন্দেগিতে ছিলেন। দোয়া-দরুদ, কুরআন তেলাওয়াত করেছেন। আত্মীয় স্বজনরা অনেকে বাসায় এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা জানাতে।
সেই সময়ে সবাইকে পারিবারিক পরিমণ্ডলে ম্যাডামের স্মতিময় ঘটনার কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আবেগ তাড়িত হয়েছেন, শোকাচ্ছন্ন হয়েছেন। স্বজনরা সান্ত্বনা দিয়েছেন তাকে। এরপর বিকেল সাড়ে চারটার দিকে বাসা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এখানে তিনি অফিস করছেন নিজের চেম্বারে।







