নিজ দলের নেতাকর্মীদের সকল বিলবোর্ড অপসারণের নির্দেশ লুনার
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা তার নির্বাচনী আসনের অন্তর্গত বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সকল প্রকার বিলবোর্ড অপসারণ করা বাধ্যতামূলক। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আইনানুগ প্রক্রিয়াকে সম্মান জানাতে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ বিলবোর্ড অপসারণ করার জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাজনীতি করে। তাই দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।







