সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পুলিশের ২ নির্দেশনা : সাড়ে ৯টায় বন্ধ হবে সব
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর এলাকায় রাত সাড়ে ৯টার পর হোটেল–রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া অন্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে যে সব মার্কেট বা শপিং মলের পরিকল্পনায় পার্কিং স্পেস থাকলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি, সেগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ নভেম্বর বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, হোটেল–রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখার নির্দেশ ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সভায় আরও উল্লেখ করা হয়, যে সব মার্কেট ও শপিং মলে পরিকল্পনাগত পার্কিং স্পেসকে অবৈধভাবে দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলো অপসারণ করে নির্ধারিত স্থানকে পার্কিং ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সভায় গৃহীত উভয় সিদ্ধান্ত নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।







