সিলেটে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কলে নির্যাতন, ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটে এক যুবককে অপহরণের পর বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বুরহান উদ্দিনের (৩০) বড় ভাই মো. ইব্রাহীম সোমবার লিখিত অভিযোগ করেছেন।
সিলেট জেলা পুলিশ সুপার ও এয়ারপোর্ট থানায় দাখিল করা লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন- গত রোববার সকালে কানাইঘাটের সোনারখেওড় গ্রামের বুরহান উদ্দিন একটি নারী ও শিশু মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে বুরহান উদ্দিন নিজ নাম্বার থেকে বড় ভাইকে ফোন করে জানান, কানাইঘাটের নারায়ণপুর এলাকার করিম উদ্দিন (৩০) ও জকিগঞ্জের রনিসহ (৪০) ৫-৬ জন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে উলঙ্গ করে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে এবং মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করছে।
আসামিরা ভিডিও কলে বুরহান উদ্দিনের পরিবারের লোকজনকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে নগদ তিন লাখ টাকা করিম উদ্দিনের বাড়িতে এবং বাকি পাঁচ লাখ টাকা বিকাশের মাধ্যমে তিনটি ভিন্ন নাম্বারে পাঠাতে চাপ দেয়।
পরিবার জানায়, রাতভর হুমকি দেওয়া হয় যে সোমবার সকাল ৭টার মধ্যে টাকা না পেলে বুরহান উদ্দিনকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। এ পরিস্থিতিতে জীবনরক্ষার আকুতি জানিয়ে রাতেই কোতোয়ালি মডেল থানায় গেলেও প্রযুক্তির সহায়তায় অবস্থান তদারকির পর ঘটনাটি এয়ারপোর্ট থানার আওতাধীন হওয়ায় সেখানে অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়।
সোমবার বিকালে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর এসআই বিধানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ভিকটিম উদ্ধারে অভিযানে নেমেছে এবং র্যাব-৯-এর সহায়তা চাওয়া হয়েছে। র্যাব ও পুলিশ উভয়েই এ মামলাটি নিয়ে কাজ করছে।সুত্র-যুগান্তর







