রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি অফিসিয়াল মেকআপ আর্টিস্টে নতুন মুখ
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি অফিসিয়াল মেকআপ আর্টিস্ট এর মেয়াদ শেষ হওয়ার কারনে, নতুন করে আবার ও নতুন মুখ নেওয়া হয়েছে। আগামী ২ বছরের জন্য তরুন প্রজন্মের সিলেট এর সবার মন জয় করা আবির হাসান কে নেওয়া হলো। নিষ্টার সাথে কাজ করবেন, সুন্দর কাজের মাধ্যমে প্রতিটা কাজ উপহার দিবেন এটাই আশা ও প্রতাশ্যা রাখি।
আবির হাসান
পরিচালক
আবির ব্রাইডাল মেকওভার
এইচ ডি ইমন
চেয়ারম্যান
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি