ওসমানীনগরে দুই প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট: থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলায় রাতে ২ লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ও শনিবার (১ মার্চ) রাত দেড় ঘটিকার সময় উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে লন্ডন প্রবাসী হাজী আব্দুল হক ও হাজী লোকমান আহমদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলা শুরু হলে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী আসার পর পুলিশের উপর ও হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ৩/৪ জন পুলিশ আহত হলে পুলিশ বাদি হয়ে একটা মামলা দায়ের করে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, তাদের নিজস্ব মালিকানাধীন জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা মোবারক হোসেন মেন্দি মিয়া (৫৫), জুনাইদ আহমদ (৫৫) ও আকাইদ মিয়া (৫০)সহ তাদের অনুগামীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিবার সালিশ বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি।
শুক্রবার ও শনিবার রাত দেড়টার দিকে মেন্দি মিয়া, জুনাইদ ও আকাইদের নেতৃত্বে তাদের ৪০/৫০ জনসহ ভাড়া করা দুই শতাধিক সন্ত্রাসী লোকমান আহমদ ও আব্দুল হকের বাড়িতে একই সাথে হামলা চালায়। তারা বাড়ির মেইন ফটক ও বসতঘরের গেট ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। এ সময় প্রাণ ভয়ে ঘরের নারী সদস্যরা বাথরুমে আশ্রয় নিলে সন্ত্রাসীরা বাথরুমের দেওয়ালও ক্ষতিগ্রস্ত করে।
পরে সন্ত্রাসীরা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে সব মালপত্র ভেঙে ফেলে। নগদ টাকা, রমজান উপলক্ষ্যে অসহায়-দুস্থদের জন্য কেনা ১৫০ প্যাকেট উপহার সামগ্রী ও স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যার আনুমানিক বাজার প্রায় মূল্য বিশ লক্ষাধিক টাকা।
অভিযোগের বিষয়ে জানতে মেন্দি, জুনাইদ ও আকাইদ আহমদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওসমানীনগর থানার ওসি মো: মোনায়েম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।