ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ৭:০০ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে ফাতেমা আক্তার এ্যানি(২০) নামের এক তরুণী গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তাজপুর স্কুল রোডের আসমা ভিলা থেকে পুলিশ এ্যানির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত ফাতেমা আক্তার এ্যানি উপজেলার তাজুপুর ইউনিয়নের দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও নিহজতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ২টার দিকে এ্যানির চাচাতো ভাই ও বোনের জামাই দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাইয়ুম(৪০) এর তত্বাবধানে থাকা যুক্তরাজ্য প্রবাসীর আব্দুর রহমানের বাসা তাজপুর স্কুল রোডস্থ আসমা ভিলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে এ্যানি। এসময় এ্যানির মা সালেহা বেগম(৫০) ও আব্দুল কাইয়ুম তারা বাসার বাইরে ছিলেন। খবর পেয়ে থানা-পুলিশ আসমা ভিলার কক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। প্রায় ১৮ মাস আগে এক প্রবাসীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে এ্যানির বিয়ে হয়েছিলো বলে জানান এ্যানির ভগ্নিপতি আব্দুল কাইয়ুম।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।