ধুলাবালি থেকে রক্ষা পেতে ওসমানীনগরে মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৭,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
রাস্তা সংস্কারের দাবীতে ও ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে তারা বিপর্যস্ত জনজীবন থেকে বাঁচার আকুতি জানিয়ে রাস্তায় নেমে আসে। উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।রাস্তায় পানি ছিটানোসহ দ্রæত রাস্তা মেরামতের দাবিতে জানান।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।
এদিকে,সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের গোয়ালাবাজার বড় বড় খানাখন্দ গুলোর কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বৃষ্টির সময় কাদা আর রোদের সময় কাদাগুলো শুকিয়ে ধূলিকণায় পরিণত হয়ে ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ছে বাজার এলাকা। গত প্রায় তিন মাসে একাধিকবার খানাখন্দ মেরামত করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। কিন্তু এমন মেরামতে সুফলের চেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। ভারী যানবাহন চলাচলের সময় রাস্তায় দেয়া অধিকাংশ ইট গুঁড়ো হয়ে গর্তগুলো পূর্বে রূপ ধারণ করে। বাজারের প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ।
একাধিক ব্যাবসায়ীর সাথে আলাপকালে বলেন, গত প্রায় ৩ মাস ধরে এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীসহ বাজারে আগত ক্রেতারা। গোয়ালাবাজার এলাকায় মহাসড়কে অসংখ্য খানাখন্দগুলো ইট এবং বালিমাটি দিয়ে মেরামত করায় সুফলের চেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। কাদাঁ আর ধুলা বাজারবাসীর নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। খানাখন্দগুলো দ্রæত মেরামত করার দাবি জানান তারা।