বালাগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ সম্পন্ন হয়েছে।
৩০ জুলাই বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যম্পিয়ান হয় চান্দাইড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে।
ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে চ্যম্পিয়ান হয় তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয় কায়স্থঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে। খেলা পরিচালনা করেন আছাব আলী, আঞ্জব আলী ও রজব আলী।
দুপুর ২ টার দিকে ফাইনাল খেলার উদ্বোধন করেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। এসময় তাঁর সাথে ছিলেন বালাগঞ্জ ইউএনও রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোঃ আনহার মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইঁয়া, লালা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদুল হক তুহিন প্রমুখ। বিকাল সাড়ে তিনটায় খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি) সুমাইয়া ফেরদৌস শিক্ষক সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইঁয়া, সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শিক্ষক প্রতাপ চক্রবত্তী, কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া,উপজেলা যুবলীগ নেতা আজিজুল বাসির ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নয়ন তালুকদার, শিক্ষক আতাউর রহমান, সন্তোষ চক্রবত্তী,আব্দুল হান্নান,লাল মোহন দাস নান্টু, সজীব দাস, প্রমথেশ দত্ত,বালাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্মানিত সদস্য প্রদ্যুন্ন দাস,সহ-সভাপতি বিপ্লব চন্দ্র দেবনাথ ,অর্থ সম্পাদক আতিকুর রহমান গোলাপ,সাধারন সম্পাদক অনন্ত চন্দ্র দাস, সহ-সাধারন, সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জালাল আহমেদ, দীপংকর দাস, সাংগঠনিক সম্পাদক ফুজেল আহমেদ,আইন বিষয়ক সম্পাদক বিবেকানন্দ আচার্য্য,সহ- ক্রীড়া সম্পাদক শেখ রাসেল মিয়া,কায্যনির্বাহী সদস্য মোঃ বদরুল আলমসহ প্রমুখ।
উপজেলা পর্যায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।