বালাগঞ্জে মন্ত্রীর আগমন উপলক্ষ্য, সাজ সজ্জায় মেতেছে উপজেলা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় আগামী কাল বৃহস্পতিবার (২০ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে উপলক্ষ্য করে সাজসজ্জায় মেতেছে ওই উপজেলা। জানা যায়, বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও সুধি সমাবাশে যোগদান উপলক্ষে বালাগঞ্জ উপজেলায় আগমন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আগামী কাল ১টায় সিলেট সার্কিট থেকে সড়ক পথে বালাগঞ্জের উদ্দেশ্যে আসবেন।
দেখা গেছে, বেশ কিছু বছর ধরে বালাগঞ্জ উপজেলায় অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। উপজেলা হলরুমের দেওয়ালে বিভিন্ন পোস্টার ফেস্টুন লাগিয়ে দেয়ালটিকে অপরিচ্ছন্ন করে রাখা হয়েছিলো। উপজেলার সামনের ভাঙা বাউয়ান্ডারি, প্রবেশ মুখের দ্বিতীয় গেইটে সেওলাক্রান্ত। উপজেলা প্রাঙ্গণে অপরিমেয় ময়লা আবর্জনা রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সামনের দিকটি সাঁজ সজ্জা করা হচ্ছে। দেওয়ালে ও গাছে রং করা হয়েছে। উপজেলা টেনিস মাঠে স্টেজ বাধা হয়েছে।
মন্ত্রীর আগমন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগামী কাল উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও সুধি সমাবাশে যোগদান করতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আসবেন। এতে যথামসয়ে সকলকে উপস্থিত থাকার জন্য বলেন।