বৃহত্তর গলমুকাপন প্রবাসী কল্যাণ পরিষদের বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:১৯,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২৩
বৃহত্তর গলমুকাপন প্রবাসী কল্যাণ পরিষদের বাংলাদেশ শাখার নিয়োগকৃত সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ নাছারের পরিচালনায় গতকাল ২৬ এপ্রিল বুধবার সন্ধায় যুক্তরাজ্য প্রবাসী হাজী আনহার উল্লার বাড়িতে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ শিহাব আহমদ। সবার সর্বসম্মতিক্রমে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মাহমদ আলী কে সভাপতি ও সাইফুল ইসলাম শামসাদ কে সাধারণ সম্পাদক এবং হাফিজ শিহাব আহমদ কে কোষাধ্যক্ষ করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃএমদাদুল হক সোয়া মিয়া, মোঃ লুহিদ মিয়া,মোঃ আব্দুল হেকিম, মোঃ ইসন উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ নাছার,যুগ্ম সাধারণ সম্পাদক তোরন আহমদ তালুকদার। সাংগঠনিক সম্পাদক আঃ কাইয়ুম, সাজন মিয়া, মোঃ লিটন মিয়া, হুসন আহমদ,মোঃ অলাল মিয়া, অর্থ সম্পাদক, হাফিজ সিহাব আহমদ, সহ-অর্থ সম্পাদক ইফজাল আহমদ শামীম, প্রচার সম্পাদক, মোঃ বুরহান মিয়া, সহ-প্রচার সম্পাদক মাওলানা ইমরান আহমদ রুবেল, ক্রীড়া সম্পাদক মাসুদ আহমদ, সহকারী ক্রীড়া সম্পাদক ফারহান রাহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নাহিদ আহমদ,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহিত মিয়া, আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত, সহ-আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,মোঃ আফছর মিয়া, জনসাধারণ ও প্রকাশনা সম্পাদক কয়েস মিয়া, দপ্তর সম্পাদক শাকির আহমদ, সহ-কারি দপ্তর সম্পাদক সামসুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আফতাব আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, ধর্ম বিষয়ক সম্পাদক দিলওয়ার হুসাইন।
কার্যনির্বাহী সদস্য বৃন্দ: খছরু মিয়া, মৌলভী ইলিয়াস মিয়া, রুজেল মিয়া, এলকাচ মিয়া, ফয়সাল আহমদ, ইমরান আহমদ, হুসাইন আহমদ, আব্দুল মান্নান, ইসলাম উদ্দিন, রুয়েল মিয়া,আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, নাঈম আহমদ, সেলিম মিয়া,আব্দুল বারী,বদরুল ইসলাম, অয়েস মিয়া,আলামিন,ফয়সাল আহমদ, মারজান আহমদ, তুহিন আহমদ, সাব্বির আহমদ, মাসুম আহমদ, সুমন আহমদ, নোমান আহমদ, আব্দুর রহিম, আব্দুস সামাদ পাভেল, ফারহান আহমদ, মইনুল ইসলাম, আব্দুল করিম, আলী মিয়া, মামুন, ওমর আলী, শাহানুর আহমদ, আব্দুল আলী।
সভা শেষে নবগঠিত কমিটির সভাপতিকে উপস্থিত সকল ফুলের শুভেচ্ছা জানান। এছাড়া সংগঠনের সদস্য আনোয়ার আলীকে বৃহত্তর গলমুকাপন প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা বাবৎ নগদ বিশ হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, আনোয়ার আলী গত কয়েকদিন পূর্বে স্ট্রোক করে ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছে।