ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী’র ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪৬,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২৩
সুরমা নিউজ:
ওসমানীনগরসহ সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। ‘সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে তাই শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়, সৃষ্টি হোক ভ্রাতৃত্বের বন্ধন’ -এমটাই আমার প্রানের চাওয়া।
তিনি বলেন, আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন।