বালাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
স্পোর্টস রিপোর্টারঃ
বালাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী প্রবীন সমাজসেবী দেলোয়ার হোসেন চৌধুরীর সৌজন্যে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বালাগঞ্জ উপজেলার গৌরীপুর মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সোমবার “বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী” ফুটবল টুর্ণামেন্টের এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি ছিলেন সুরমা নিউজের প্রধান সম্পাদক কাজী হেলাল, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ মন্জু, ইউপি সদস্য আফতাবুজ্জামান, ইঞ্জিনিয়ার মহিউজ্জাম চৌধুরী।
খেলায় ভাই ভাই স্পোটিং ক্লাব গৌরীপুর- দক্ষিন বেত্রিকূলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আয়োজক ও অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।