বালাগঞ্জের হাওর গুলোর ইজারা প্রকৃত মৎস্যজীবী পায় : এমপি হাবিব
প্রকাশিত হয়েছে : ১:৪১:২৮,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট-০৩ সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেন, মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে আমরা পঞ্চম স্থানে আছি। এবং বাংলাদেশে মাছের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বালাগঞ্জে বেশী হাওর, এ হাওর গুলোর ইজারা যেনো প্রকৃত মমৎস্যজীবীরা পায় সেদিকে নজর রাখবেন। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন হাবিবুর রহমান হাবিব এবং মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
রবিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, আডিআরএস মিজানুর হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ওসি তদন্ত ফয়েজ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল হক সরকার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ, আবুল হোসেন ইমন, জাগির হোসেন, সমাজ সেবক এম এ মতিন বাদশা, ইউপি সদস্য আসাদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষী বৃন্দ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামরুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষার্থী নিলা দাশ। অনুষ্টানের শেষে উপজেলা পরিষদ হতে নবীনগর মোড় পর্যন্ত শোভাযাত্রা পালিত এবং পুরষ্কার বিতরণ করা হয়।