বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বালাগঞ্জ উপজেলা শাখার নির্বাচন উপলক্ষে, শনিবার (৪ ডিসেম্বর) উপজেলার লতিফা কমিউনিটি সেন্টারে মাওলানা লুৎফুর রহমান সিরাজীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান তহুরের পরিচালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ , সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আলম।
অনুষ্ঠিত নির্বাচনী সভায় মাওলানা লুৎফুর রহমান সিরাজী কে সভাপতি ও আব্দুল হান্নান তহুর কে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেনঃ সহ সভাপতি হাফিজ ফাতির আহমদ, মাওলানা মঞ্জুর আহমদ, সৈয়দ সুলতান আহমদ, শেখ আব্দুল মুকিত।
সহ সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিন তালুকদার, হাফিজ আব্দুল হাকিম। সাংগঠনিক সম্পাদক শ ম জাহাঙ্গীর আলম, শেখ আব্দুল করিম।
প্রচার সম্পাদক হাফিজ আবুল কালাম, শাহ মুশাহিদ আলী।অর্থ সম্পাদক রেহেন আলী। প্রশিক্ষণ সম্পাদক হাফিজ জহি উদ্দিন,সহ প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান। শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক কারী ইকবাল আহমদ।পাঠাগার সম্পাদক আব্দুস শহিদ।সমাজ কল্যাণ সম্পাদক কারী মামুনুর রশীদ,সহ সমাজ কল্যাণ সম্পাদক মহসিন মিয়া।অফিস সম্পাদক শেখ বদরুল আলম।
সদস্য বৃন্দঃ খন্দকার নৌশাদ আহমদ, কারী সাবুল আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।
সবশেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।