চুনারুঘাটে মহাবিপন্ন বনরুই উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান এলাকা থেকে মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে নালুয়া চা-বাগানের গোল টিলা এলাকার একটি মসজিদের পাশের কুয়ার পাড় থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বনরুই দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ঘোষিত বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে বনরুই।
চা-বাগানের শ্রমিক লিটন মুণ্ডা জানান, বিলুপ্তপ্রায় বনরুইটি কুয়ার ওপরে একটি ঝোপে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। বন বিভাগের লোকজন এসে বিলুপ্তপ্রায় বনরুইটি তাদের হেফাজতে নিয়ে যান।
ডিভিশনাল ফরেস্ট অফিসার এমএনএ আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি ঢাকায় আছি। বিষয়টি সদর রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদ আমাকে জানিয়েছেন। বনরুইটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’a