বালাগঞ্জে সোনার বাংলা ভিআইপি পার্টি সেন্টার উদ্বোধন করলেন বিশ্বজয়ী সাকিব
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৫০,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:
রুচিসম্মত খাবারের বিপুল সমাহার নিয়ে কেন্দ্রীয় ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, বালাগঞ্জ উপজেলার সদরের বাসস্ট্যান্ডে নতুন আঙ্গিকে সোনার বাংলা ভিআইপি পার্টি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
২১শে ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩টায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বকাপ বিজয়ী পেইস বোলার ও অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, আব্দুল মুনাইম, শাইস্তা মিয়া, জুয়েল আহমদ, নাসিম আহমদ সোহাগ, আবুল কালাম, রাজিন আহমদ, আনোয়ার হোসেন, সাদিক আহমদ প্রমুখ।