‘নাদেল গ্রুপ’ শব্দটি শুনতে চাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৬:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে গ্রুপিং শুনতে চাননা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন।
তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
নাদেল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আমার শক্তে মিশে আছে। আমার শেষ ভরসা জননেত্রী শেখ হাসিনা আমাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। এটা আমি কল্পনাও করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি আমার প্রিয় আদর্শবাহী দলের কেন্দ্রীয় নেতৃত্বে যাবো।’
তিনি আরও জানান, আওয়ামী লীগের অনুষ্টিত ২৯ তম জাতীয় কাউন্সিলে আমি কাউন্সিলর হতে পারি নাই। স্কুল জীবন থেকে ছাত্ররাজনীতি করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ওই সম্মেলনে আমাকে সাংগঠনিক সম্পাদক করে মনমোহনসিংহ বিভাগের দায়িত্ব দেন। এরআগে ২৬ ডিসেম্বর নেত্রী (শেখ হাসিনা) এর সঙ্গে দেখা করে সালাম করি। এসময় নেত্রী আমাকে বলেন, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এতোকিছুর পরেও আমি তোমাকে সাংগঠনিক সম্পাদক করেছি। আমি তোমার নামে কোনো গ্রুপিং শুনতে চাই না।
মনমোহনসিংহ বিভাগের দায়িত্ব পেয়ে নিজে খুশি বলে জানিয়েছেন নাদেল। তিনি বলেন, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া সকল সাংগঠনিক সম্পাদককে ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনমোহনসিংহে যাওয়ায় ব্যক্তিগত ভাবে খুশি। আমি যেহেতু নতুন সেহেতু পরিচর্যারও সুযোগ মিলেছে। দল অন্যসময়ের চেয়ে অনেকটাই সুসংগঠিত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমার বিরুদ্ধে নামে-বেনামে প্রায় ১৫-২০ টি অভিযোগ দুদকসহ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগ খতিয়ে দেখে কোনো কিছু পাননি। ফলে আল্লাহর রহমতে আমি এ যাত্রায় বেঁচে যাই।
‘মানুষ বলতেই ভুল হয়ে থাকে। যদি আমার কোন ভুল হয়ে তাহলে আপনারা (সংবাদকর্মী) সাথে সাথে আমাকে আমার ভুল ধরিয়ে দিবেন। আমি চাই বঙ্গন্ধুর আর্দশে রাজনীতি করতে। এজন্য সাবই আমাকে আমার কাজে সহযোগিতা করবেন।’ -যোগ করেন নাদেল।
এসময় সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (ইমজা), সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।