ওসমানীনগরে নৃশংস হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৯, ১২:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে রিকশা চালক বাদল মালাকারকে (২৭) গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পিতা বিরু মালাকার বাদি হয়ে বৃহস্পতিবার অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের আসামি করে ওসমানীনগর থানায় মামলাটি দায়ের করেন। তবে, সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিরু মালাকার মামলার এজাহারে উল্লেখ করেন, হত্যার শিকার তার ছেলে বাদল মালাকার সহজ সরল প্রকৃতির লোক। প্রতিদিনের মতো বুধবার দুপুরের খাবার খেয়ে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়। ওই দিন রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা উছমানপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে থাকে রশি দিয়ে বেঁধে গলাকেটে নৃশংসভাবে হত্যা করে। থানায় এসে ছেলের লাশ চিহ্নিত করেন বলে উল্লেখ করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বলেন, খুনের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাজিরগাঁও গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে বাদলকে গলা কেটে হত্যা করে দুস্কৃতিকারীরা। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।