‘শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারেন না সালমান’
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৬, ৯:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হাটে হাঁড়ি ভাঙলেন বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খান। সালমান খানের ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আরবাজ।
এতোদিন সালমান খান দাবি করে আসছিলেন, তিনি ভার্জিন। এতো প্রেম করেও তিনি তার ভার্জিনিটি অক্ষুণ্ণ রেখেছেন।
কিন্তু সালমানের ভাই আরবাজের দাবি, শারীরিক সম্পর্ক না করে থাকতেই পারেন না সালমান।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ সেশন ২-এর টেলিভিশন শোতে অতিথি হয়েছিলেন সালমান খান। তার সঙ্গে ছিলেন দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান।
র্যাপিড ফায়ার রাউন্ডে শোয়ের হোস্ট এবং বিখ্যাত বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর আরবাজ খানকে প্রশ্ন করেন, সেক্স এবং সালমানকে নিয়ে।
তখন আরবাজ বলেন, এক মাস সেক্স না করে থাকতেই পারেন না সালমান। সলমন খান স্বীকার করেন, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি খুবই বাজে লোক।