দীপিকা-রণবীরের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস !
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বেশ কিছুদিন আগে রণবীর সিংহর সঙ্গে দীপিকা পাড়ুকোনের বাগদান ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল বলিউড টাউনে। গুঞ্জন ছড়িয়েছিল যে, দীপিকা ও রণবীর তাদের বাগদান সেরে ফেলেছেন।
রণবীরের মুম্বইয়ের বাড়িতেই নাকি পাঞ্জাবি মতে তাদের ‘রোকা’ বাবাগদান সম্পন্ন হয়েছে! সে গুঞ্জনকে অবশ্য নিজেই খারিজ করে দিয়েছেন দীপিকা। কিন্তু বাগদান নাই বা হল, প্রেম তো আছেই দীপিকা-রণবীরের।
সম্প্রতি ‘পদ্মাবতী’ ছবিতে রণবীর কোন চরিত্র অভিনয় করবেন তা নিয়েও এক প্রস্থ জলঘোলা হয়েছে। সব মিলিয়ে দীপিকা আর রণবীরকে নিয়ে ইদানিং একটার পর একটা জল্পনা লেগেই রয়েছে। এরই মধ্যে দীপিকা-রণবীরের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।