অবশেষে পাওয়া গেল দুইদিন ধরে নিখোঁজ বিশ্বনাথের মাদ্রাসা ছাত্রীকে
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৯:৫১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথে দুইদিন ধরে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে তাকে পাওয়া যায়। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী ও উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত করিম খা’র মেয়ে। মাদ্রাসা ছাত্রীর সন্ধান পাওয়া বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজের ভাই শামছুল খা।
তিনি তার বোনের বরাত দিয়ে বলেন, গত রোববার মাদ্রাসার প্রাঙ্গন থেকে এক নারী কালো গাড়িতে করে তার বোন মারজানা বেগমকে অজ্ঞান করে নিয়ে যায়। ওইদিন ফেঞ্জুগঞ্জের মাইজগাও রেল ষ্টোশনে তাকে রেখে ওই নারী পালিয়ে যায়। মাইজগাঁও রেল স্টেশন এলাকা থেকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের চুনু মিয়া মাদ্রাসা ছাত্রী মারজানাকে রেল ষ্টোশন এলাকা অজ্ঞান অবস্থান পান। পরে তিনি তাকে উদ্ধার করে তার এক নিকট আত্বীয়ের বাড়িতে নিয়ে যান। সোমবার রাতে মারজানা বেগম স্বাভাবিক হলে সে তার পরিচয় চুনু মিয়াকে বলে। এরপর সোমবার রাতে চুনু মিয়া মাদ্রাসা ছাত্রী মারজানা পরিবারের লোকজনকে ফোনে বিষয়টি অবহিত করেন। এমন খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্জুগঞ্জ এলাকা থেকে চুনু মিয়া কাছ থেকে শামছুল খা তার নিখোঁজ বোন মারজানাকে পেয়েছেন বলে তিনি জানান। বর্তমানে তার বোনকে নিয়ে বিশ্বনাথে আসার পথে রয়েছেন বলে তিনি জানান।
লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, নিখোঁজ মাদ্রাসার ছাত্রীর সন্ধান পাওয়া গেছে।