ওসমানীনগরে তালামীযের কৃতি ছাত্র সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ২:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন বলেছেন, মেধাবীরা জাতির ভবিষ্যৎ কান্ডারি। মেধাবীদের যোগ্য করে গড়ে তুলতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আজ ছাত্রদের মধ্যে নৈতিক শিক্ষা
অনুপস্থিত থাকায় সমাজে অরাজকতা বিরাজ করছে। তাই জাতির ক্রান্তিলগ্নে সকল অরাজকতা দূরীকরণে নৈতিক শিক্ষার মাধ্যমে মেধাবীদের হাল ধরতে হবে।
সোমবার বিকালে সিলেটের অসমানীনগর উপজেলার হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার সেমিনার হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউপি সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আলীমের সভাপতিত্বে ও সুহেদ আহমদের পরিচালনায় উদ্ভোধনী বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, মাওলানা খুর্শেদ আলম, মাওলানা আব্দুল মতিন গজনভী, ইনকিলাবের প্রতিনিধি আবুল কালাম আজাদ, তালামীযের কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, মো: আব্দাল মিয়া।
মো: আলা মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আহসান উল্লাহ, মাওলানা ওলিদুর রহমান, প্রবাসী আব্দুল ছালিম, ইমরান আহমদ, বুরুঙ্গা আল ইসলাহ নেতা মুজাহিদ আলী, আশরাফ আলী, জুনেদ আহমদ, মাহবুবুর রহমান খান, আব্দুল কুদ্দুছ, সালমান তালুকদার, আব্দুল্লাহ আল মারুফ শিপন, জাবেদ আহমদ, হাফিজ তুহিন আহমদ, জাকির হোসেন, আব্দুল মুকিত জুমান প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট উপহার তুলে দেয়া হয়।