সৌদীআরবে মাহবুব আলী খানের মাগফেরাত কামনা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ১১:৩৮ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তিঃ রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাতের জন্য তাওয়াফ করলেন সৌদিআরব বিএনপি সভাপতি আহমদ আলী মুকিব। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুড় মরহুম রিয়ার অ্য়াডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব পশ্চিমাঞ্চলের ও মক্কা বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে মাহবুব আলী খানের রূহের মাগফেরাত কামনায় তাওয়াফ করেছেন। তারা পবিত্র কাবা ঘর তাওয়াফের মাধ্যমে মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জান মাল ও ইজ্জতের হেফাজত ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করেন। এ সময় আহমেদ আলী মুকিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতির খন্দকার এম এ হেলাল সি আই পি,সাধারণ সম্পাদক নুরুল আবসার চৌধুরী,নাজমুল ‘আলাউদ্দিন শাহাব উদ্দিন, মো রানা, গিয়াস চৌধুরী, গাজী কামাল, শাহ আলম হেলালী, মোদ্দাচ্ছের হোসাইন, আব্দুল বারেক খান, মহিউদ্দিন হেলালখান।