প্রবীন মুরব্বী কমিউনিটি নেতা মুতলিব আলীর মৃত্যুতে ইউকে যুবলীগের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ২:৫৮ অপরাহ্ণ
লন্ডন প্রতিনিধিঃ ওসমানীনগরের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবীন মুরব্বী জনাব মুতলিব আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ ও যুক্তরাজ্য মহানগর যুবলীগ নেতৃবৃন্ধ। তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশকারীরা হলেন, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সহ সভাপতি আফজল হোসেন, নাজমুল ইসলাম,আজমল আলী,নুরুল ইসলাম জিতু, যুগ্ন সম্পাদক জামাল আহমদ খান, সৈয়দ শফিউল ইসলাম,হাফিজুৱ ৱহমান সেলিম,সারজন খান সাংগঠনিক সম্পাদক বাবুল খান, প্রচাৱ সম্পাদক মোহাম্মদ আয়াছ, অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, জনসংযোগ বিষয়ক সম্পাদক রুহুল আমিন দুলন. সামসুল ইসলাম রাজু, শামীম আহমদ,মোতাহীর আলী সুহেল,
ফয়ছল হোসেন সুমন সাধারণ সম্পাদক লন্ডন মহানগর যুবলীগ।সহ সভাপতি শাহ মিনার আলী, জামাল চৌধুরী,চানা মিয়া,আজহাৱ আহমদ, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন, ধর্মবিষয়ক সম্পাদক মিছবাউৱ ৱহমান, অর্থ সম্পাদক জিলু মিয়া, জনসংযোগ সম্পাদক বাবলু মিয়া, দুলন,শাহিন আহমদ, সাহেদ চৌধুরী, সেফিল্ড যুবলীগেৱ সাধারন সম্পাদক মইনুল ইসলাম ৱনি, যুগ্ন সম্পাদক শামীম আহমদ, সাসেক্স যুবলীগের সভাপতি সাহেদ আহমদ মুছা.ওল্ডহাম যুবলীগ সভাতি সৈয়দ সাদেক, সাধারন সম্পাদক মোশাহীদ আলী প্রমূখ