ওসমানীনগরের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবীন মুরব্বী আব্দুল মুতলিব আর নেই
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ১১:০৬ অপরাহ্ণ
ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের হাজিপুর নিবাসী, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর সমিতি ও বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর অন্যতম প্রতিষ্টাতা, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্যে বালাগঞ্জ কলেজ ডেভেলপমেন্ট এর সাবেক চেয়ারম্যান,প্রবীণ মুরব্বি জনাব আলহাজ্ব আব্দুল মুতলিব (৮৭) আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার সিলেটের পার্ক ভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় প্রবীন এই মুরব্বী ইন্তেকাল করেন। তাহার মৃত্যু সংবাদ পাওয়ার পর প্রবাসে অবস্থানরত বালাগঞ্জ ওসমানীনগরের সর্বসাধারনের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রবাসীরা জনাব মুতলিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৭ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।