হাসিনা-খালেদাকে ঘৃণা করত জঙ্গি নিব্রাস ও সাজাদ!
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৪:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
২০১৬ সালের ১ই জুলাইয়ের রাত বাংলাদেশের জন্য আরও একটি বীভৎস কালো রাত। এই রাতের পর থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে এর আগে কি জঙ্গিবাদের বিষয়ে আমাদের কোন ধারণা ছিল? ২ আগস্ট সকাল ৭ টার দিকে হোলি আর্টিসান বেকারিতে যখন থমথমে অবস্থা। নিচে ২০টি লাশ পরে আছে, তখনও খুব স্বাভাবিক ছিল নিব্রাসসহ বাকি জঙ্গিরা। কয়েকজন বেঁচে ফিরলেও ভয়াল সেই রাতের কথা পরবর্তীতে জানিয়েছে অনেকে। রাত ৮ টা ৪০ মিনিটে হামলা করার পর থেকে ৮ জন স্টাফ বাথরুমে লুকিয়ে ছিল। তারা সকাল পর্যন্ত সেখানে আটকিয়ে থাকে। কিন্তু সকালে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন তারা উপায় না পেয়ে বের হয়ে আসে। তখন তারা নিব্রাসের মুখোমুখি হন।
সেই রাতের বর্ণনা করতে গিয়ে হোটেলের বেঁচে আসা একজন বাবুর্চি দেলোয়ার জানান, জঙ্গি নিব্রাস তাদের বলেছিলেন, ‘তোমরা ভয় পেয় না। আমরা তমাদের হত্যা করব না। আমার কথা শোন।’
তিনি আরও বলেন, আমাদের এই মিশন ছিল শুধুমাত্র বিদেশীদের হত্যা করা। কারণ তারা ইসলামের শত্রু এবং তারা ইসলামিক সংস্কৃতি ধ্বংস করতে সচেষ্ট।
দেলোয়ার প্রথমে বুঝেনি নিব্রাস কি বলতে চায়, কিন্তু সে যখন রাজনীতির কথা শুরু করেন তখন অনেক কিছু বুঝতে শুরু করে তিনি।
নিব্রাস বলেন, কখনও ভোট দিতে যাবেন না। এটা একটি হারাম কাজ। বিএনবি ও আওয়ামীলীগকে কখনও ভোট দিবেন না।
জঙ্গিরা তাদের যা যা করতে বলেন, তারা সব কথায় হ্যাঁ-সূচক মাথা নাড়ে। তাদেরকে প্রায় আধ-ঘণ্টা ধরে জঙ্গিরা বিভিন্ন বক্তৃতা শোনায়।
আবার কল্যাণপুরের নিহত জঙ্গি সাজাদ রউফ মৃত্যুর পূর্বে একটি রেকর্ডিং তৈরি করে। সেখানে তিনি নিজের পরিবার ও গণতন্ত্রের বিরুদ্ধে অনেক কিছু বলে।
সাজাদ ঐ রেকর্ডিং এ জানায়, ‘হয় তোমরা আমাদের মার নয়ত মর, জান্নাত আমাদের জন্য।’
তিনি আরও বলেন, ‘তোমরা হাসিনাকে সমর্থন করো, তোমরা গণতন্ত্রকে সমর্থন করো, তাই আমি আমার পরিবারকে মুরতাদ ও কাফির বলে খুশি হই। তাই যত জলদি পারেন প্রায়শ্চিত্ত করেন ও নিজেদের রক্ষা করেন।’
জঙ্গিদের মাঝে গণতন্ত্র নিয়ে অনেক ক্ষোভ রয়েছে। তারা গণতন্ত্র পছন্দ করে না। কথিত আইএসের সাথে তারা মিলিত। আইএস গণতন্ত্র পছন্দ করে না। তারা দেশকে বিভীষিকায় রুপান্তর করে দিতে চায়। তাই গণতন্ত্রকে তারা ঘৃণা করে।