ওসমানীনগরে মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১:১৪:১৬,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মীরপুরস্থ মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যতম ট্রাস্টি মো. কামিল আহমদ। ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল ইসলাম রাফির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল মুকিত আজাদ, ওসমানী নগর উপজেলা জাপা’র সভাপতি মো. ছুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, উপজেলা যুব সংহতির আহবায়ক মো. আশিক মিয়া, উছমানপুর ইউনিয়ন জাপা’র সভাপতি ডা. ফারুক মিয়া, সিলেট জেলা আল ইসলাহ’র নেতা কাজী মাওলানা মনজুর আহমদ মীরপুরী, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সমাজ এসএম হেলাল, সমাজকর্মী মকবুল খান, জাহিদুল ইসলাম, আজাদুর রহমান দারা, মাছুম আহমদ, আব্দুল করিম আকাশ, মো.লখন মিয়া, সুজন আহমদ, আল-আমিন, আবদাল মিয়া প্রমুখ।