ওসমানীনগর থানা পুলিশের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ৪:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্তি ডিআইজি নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জঙ্গীবাদ করছে তারা মুসলমান ও ইসলাম ধর্মের শত্রু। মুসলিম হয়ে কেউ জঙ্গীবাদের পাতা ফাঁদে পা দিবে না। কিছু ইসলাম বিরোধী বিধর্মীরা প্রযুক্তির মাধ্যমে আমাদের তরুণ সমাজকে ধর্মের নামে বিপথে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের চলমান অগ্রগতি ও অর্থনীতির চাকা বন্ধ করতে বাংলাদেশের সব চেয়ে কাছের বিদেশী বন্ধু রাষ্ট্র জাপান ও ইটালির মানুষকে পরিকল্পিতভাবে গুলশান হামলায় হত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নূরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) সুমন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার দক্ষিণ সার্কেল আমিনুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, মাওলানা আব্দুস শহীদ, আতাউর রহমান, কবির উদ্দিন, আবদাল মিয়া, আফজালুর রহমান চৌধুলী নাজলু, অধ্যক্ষ শওকত আলী, সুফি মাহমুদ, মাওলানা মোশাহীদ আলী, চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক, অধ্যক্ষ আমিরুল ইসলাম, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, আনা মিয়া ও চঞ্চল পাল প্রমুখ।