সুনামগঞ্জে ডিআইজি’র স্ত্রীর বিতর্কিত ৫০ একরের বাগানবাড়ি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ফারহানা মোজাম্মেল। তিনি অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের স্ত্রী। তার আনন্দ প্রোপার্টিজ লিমিটেডের নামে ৫ কোটি টাকা মূল্যের পাহাড়ি এলাকায় বিতর্কিত ৫০ একর ভূমিসহ অতিরিক্ত খাস জায়গা রয়েছে। এসব জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে চলছে দ্বন্দ্ব ও হাঙ্গামা।
সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ‘হাসাউড়া ও সোলেমানপুর’ মৌজায় ৪ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার জমি পাওয়ার অব অ্যাটর্নি মূলে ক্রয় করেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রায় ৩ বছর পর এই জমি ‘আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নামে রেজিস্ট্রি করে দেন তিনি। এই প্রতিষ্ঠানের এমডি করা হয় তার স্ত্রী ফারহানা মোজাম্মেল হককে। এ ছাড়াও বিভিন্ন সময় এ বাগানের আশপাশের পাহাড়ে ও সমতলে আরও ৫০ শতাংশ জমি ক্রয় এবং খাশ জায়গা দখল করেন একই প্রতিষ্ঠানের নামে। এ জমিতে ৩ বছর ধরে কমলা, মাল্টা, লিচু, আমলকিসহ বিভিন্ন জাতের কাঠের গাছও লাগানো হয়।
এলাকাবাসী জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি ও নিরীহ মানুষের জমি দখল করে রিসোর্ট গড়তে উদ্যোগ নেন ডিআইজি মোজাম্মেল হক। একপর্যায়ে এলাকার মানুষ সেটি রুখে দেয়। গত রোববার সংঘবদ্ধভাবে স্থানীয়রা বাগানবাড়িটি দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় কয়েকশ’ গাছের মাল্টা, বেশকিছু গাছ ও স্থাপনাও ভাঙচুর করেন তারা। এ বিষয়ে উন্নয়নকর্মী সালেহীন শুভ বলেন, ডিআইজি মোজাম্মেল স্থানীয় একটি সিণ্ডিকেটের মাধ্যমে বেশ কয়েকটি মৌজায় ৫০ একরের বেশি জমি প্রভাব খাটিয়ে সমতলে ও পাহাড়ে নামমাত্র মূল্যে ক্রয় করেছেন। এসব জমিতে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে একটি ভুয়া সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। গেল কয়েক বছর ধরে তার জমি সুরক্ষায় পুলিশ এবং পেটোয়া বাহিনী দিয়ে এলাকার নিরীহ মানুষকে বহু অত্যাচার, নির্যাতন করে আসছেন তিনি। মানুষ এখন তার বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে।
রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক ওয়ারিশান বের করে মানুষের দখলে থাকা জমি কিনে নিয়েছেন। এসব জমি দখলে নেয়ার নামে বহু মানুষ নির্যাতিত হয়েছেন। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডর কেয়ারটেকার আদম আলী জানান, এলাকার কিছু মানুষ রোববার সকাল থেকে সারাদিন স্যারের বাগানবাড়িতে লুটপাট করেছে। তারা ৪৪০টি গাছের মাল্টা নিয়ে গেছে। ১০টি ভালো কাঠের গাছ কেটেছে। কাঁটাতারের বেড়া উপড়ে ফেলেছে। থাকার ঘর, টিউবওয়েল ও পানির ট্যাংকি ভেঙেছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আনন্দ পুলিশ পরিবার কল্যাণ হাউজিংয়ের ক্রয় কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ জানান, এটি পুলিশ হেড কোয়ার্টারের কোনো সম্পদ নয়। এটি কয়েকজন পুলিশ কর্মকর্তার পরিবারের সম্পদ।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান, আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. নামে সীমান্তের হাসাউড়া এলাকায় পুলিশের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই। ওখানে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা হচ্ছে শুনেছি।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, কয়েকজন উন্নয়নকর্মী ফোন দিয়ে জানান, হাসাউড়ায় পাহাড় কাটা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার বাগানবাড়ি জোর করে দখল নিয়ে মাটি কেটে নিচ্ছে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, কিছু জমি দু’পক্ষ দখল করতে চাইছেন। কিছু গাছও তারা কাটতে চাচ্ছেন। প্রশাসনের লোকজন তাদেরকে গাছ কাটতে নিষেধ করে এসেছেন।সুত্র-মানবজমিন