সিলেটে এমপি হতে চান স্থানীয় সরকারের ২৭ জনপ্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭২ জন। প্রতিটি আসনে বর্তমান এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রবাসীর মতো স্থানীয় সরকারের অন্তত ২৭ জনপ্রতিনিধি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে তিনজন রয়েছেন বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অন্য জনপ্রতিনিধিদের মধ্যে সিলেট বিভাগের চার জেলায় সাবেক ও বর্তমান ১৪ উপজেলা চেয়ারম্যানসহ রয়েছেন পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক প্রশাসক ও উপজেলা ভাইস চেয়ারম্যান।
মনোনয়ন ফরম জমা দেওয়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, সিলেট-৪ আসনে পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা ও হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া। এ ছাড়া গত ইউপি নির্বাচনে জামানত হারানো হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আবুল হাসেম মোল্লা মাসুম। সিলেট জেলায় জনপ্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-২ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সিলেট-৬ আসনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।
সুনামগঞ্জ-১ আসনে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ-২ আসনে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইজিপির ভাই আল আমিন চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সুনামগঞ্জ-৪ আসনে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তার ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া নৌকার মাঝি হতে চান।
মৌলভীবাজার-১ আসনে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি আহমদ সলমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন দলীয় মনোনয়ন চেয়েছেন।
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ও হবিগঞ্জ-৪ আসনে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম দলীয় মনোনয়নপ্রত্যাশী।