সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৫ বছর। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে। আজ শনিবার (২৫ এপ্রিল) ৫টার দিকে তাকে অসুস্থ অবস্থায় তাকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র।
তিনি জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। শিশুটি করোনা পজেটিব ছিল। আজ রাত আটটার দিকে তার মৃত্যু হয়। হবিগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স আসলে তার লাশ পাঠানো হবে। সংক্রমন বিধি মেনে তার লাশ দাহ্য করা হবে।