ও ফুরি খও আমারে বালা ফাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ২:২১:০৬,অপরাহ্ন ২৮ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেট বিশ্বময় পরিচিত। সিলেটের মাটির সাথে জড়িয়ে আছে হযরত শাহজালাল ও শ্রী চৈতন্যের স্মৃতি। আধ্যাত্মিকতার ধারাবাহিকতায় সিলেটে জন্ম নেন বিভিন্ন মরমী সাধক, সুফি, দার্শনিক লোককবিরা।
বাংলা লোকসংগীতের রাজধানী হিসেবে সিলেটকে কল্পনা করলে সেটা ভুল হবে না। কারণ লোকগানের সিংহভাগ মরমী সাধকদের জন্ম এই সিলেট ভূমিতে। সৈয়দ শাহনূর, শিতালং শাহ, আরকুম শাহ, ইব্রাহিম তশনা, বেলা শাহ, দীন ভবানন্দ, দীনহীন, কালা শাহ, হাছন রাজা, রাধারমণ, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, কফিল উদ্দিন, ক্বারী আমির উদ্দিন প্রমুখ মরমী সাধকদের জন্ম এই সিলেট বিভাগে।
সিলেটি গানের প্রেম, সরলতা, সুর-তাল-লয়ের দোলা বুকের ভেতর এক অন্য রকম ভালো লাগা তৈরি করে। সিলেটের আঞ্চলিক গানগুলোতে ফুটে উঠে বাস্তবতা। এমনই একটি গান ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকার কিশোর সৌরভ ইসলাম’র কন্ঠে সিলেটি আঞ্চলিক ভাষায় এমন গান শুনে অবাক হচ্ছেন সবাই। গানটির গীতিকার সিলেটের হবিগঞ্জের রাহুল আচার্য। সুরমানিউজ পাঠকের জন্য ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই গানটির ভিডিও দেয়া হলো
ও ফুরি খও আমারে বালা ফাউনি
বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি
মামা আচইন সউদি, আর চাচা দুবাই
আমরিকাত থাকোইন আমার আফন দুইভাই
লেটেস্ট মডেল মুবাইল দিমু
খাওয়াইমু বিরানি
খান্দানি বংশ আমার, বাড়ি পাচ তালা
আমার মত কেউ তুমারে, পাইত নায় ভালা
বইন/দুলাভাই ফ্রান্স থাকইন
নো প্রব্লেম মানি
কোটি টাকার কাবিন দিমু, দিমু সুনা গয়না
বিয়ার পর হানিমুনও, লইয়া যাইমু চায়না
গাড়ি চড়বায়, শাড়ি পরবায়
লাগব রাজ রানী
ও ফুরি খও আমারে বালা ফাউনি
বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…