ফ্রান্সে সাবেক ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যারিসিয়ান ক্যাফেতে গত ২২ শে আগস্ট সিলেট আম্বরখানা থেকে গ্রেফতার বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাসুদ কামাল সুফিসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতা কর্মীদের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন সাবেক ছাত্রলীগ নেতা আজমল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রলীগ নেতা কামাল আহমদ । উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সহ সভাপতি নজরুল ইসলাম সাধু ফ্রান্স আওয়ামীলীগ নেতা সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক, সাবেক ছাত্রনেতা হাসান সিরাজ,লিটন বড়ুয়া, সায়েখ ইবনে হুসাইন,মিজানুর রহমান,শেখ মোস্তফা,মাজারুল ইসলাম মাজেদ,তারিকুল ইসলাম,ফ্রান্স ছাত্রলীগ সভাপতি এম আসরাফুর রহমান আশরাফ,সহ সভাপতি রাসেল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আল দীন, যুগ্ম সম্পাদক সোহাগ সারোয়ার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরহাদ আলী, সোহেল আহমদ, এরশাদ আহমদ, তোফায়েল আজমদ, আরাফাত রহমান ভুবন,আশোক মিয়া, নুরুজ্জামান, রাফসান জানী, রোকনুজ্জামান,প্রমুখ।
লিখিত বক্তব্যে কামাল আহমদ সহ ছাত্র নেতারা গত ২২ শে আগস্ট সিলেট আম্বর খানা থেকে গ্রেফতার ছাত্রলীগের সাবেক যগ্ন সম্পাদক মাসুদ কামাল সুফির মুক্তির জন্য জননেত্রী শেখ হস্থক্ষেপ কামনা করেন। সাংবাদিক ফয়সাল আহমদ দীপ ও আজিজুর রহমানের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জসিম উদ্দিন, ফারুক হাসান সিরাজ ,আশরাফুর রহমান আশরাফ। সাবেক ছাত্রনেতারা প্রশ্নের জবাবে বলেন, আমাদের দাবী নিরপেক্ষ তদন্তের মাধ্যেমে সঠিক তথ্য উদ্ঘাটন করে বিহিত ব্যবস্থা গ্রহন করা হোক।