ওসমানীনগর ইসলামিক এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাজপুর ফোরকানীয়া মাদ্রাসার হল রুমে উপজেলার সব কয়টি কওমি মাদ্রাসা থেকে নির্ধারিত শিক্ষকদের এ আর্থিক অনুদান প্রদান করা হয়। ট্রাষ্টের সহ সভাপতি মাওলানা শামছুল আলম এর সভাপতিত্বে ও হাফিজ আব্দুস সালাম, সাইফুদ্দীন মাজমুন ও মাওলানা শাহিনুল হকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শায়খুল হাদিস আল্লামা মখলিছুর রহমান কিয়ামপুরী হুজু্র,বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শায়খ আব্দুশ শহীদ মুহতামিম গলমুকাপন মাদ্রাসা, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, হযরত মাওলানা মোশাহিদ আহমদ নায়বে মুহতামিম দয়ামীর দারুল কোরআন মাদ্রাসা, আল ইহসান ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুখতার হোসাইন, হযরত মাওঃ আহমদ আলী মুহতামীম তাজপুর মাদা্রসা, শায়খুল হাদীস নজরুল ইসলাম তালবারি দয়ামীর মাদ্রাসা, শায়খুল হাদীস গিয়াসউদ্দীন জামেয়া ক্বাসিমুল উলুম শেরপুর মাদ্রাসা, ক্বাজী রশিদী, মাওলানা খালেদ আহমদ সাহেবজাদায়ী উমরপুরী, মাওঃ আলতাফুর রহমান সাহেব দয়ামীর মাদ্রাসা, মাওঃছাইফুল ইসলাম মুহতামিম উম্মুল কুরুয়া ঘোষগাও মহিলা মাদ্রাসা, হাফিজ বদরুল আলম সদস্য ও আই ডব্লিউ ইউকে, মাওঃ গিয়াসউদ্দীন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক ও হাফিজ শফিউল আলম রাইয়্যান ইউ কে। ইসলামী সংগীত পরিবেশন করেন তাজপুর মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আবিদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাইফুল আলম, হাফিজ মাওঃ আবুল কালাম, মাওঃ জালালুদ্দীন, হাফিজ মুকাদ্দস, মাওলানা ছালেহ আহমদ প্রমুখ। উল্লেখ্য যে যুক্তরাজ্যে অবস্থানরত সংস্থার সভাপতি মাওলানা মামনুন মহিউদ্দিন, সাধারন সম্পাদক ক্বাজী হাফিজ মাওলানা ওয়ায়েছ উদ্দিন,সহ সাধারন সম্পাদক মাওলানা আনিসুর রহমান, ট্রাষ্টি মাকনুন মহিউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে সংস্থার কার্যক্রম বৃদ্ধির জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ওসমানীনগর ইসলামিক এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ৬:২০ অপরাহ্ণ