জকিগঞ্জ থেকে বৃদ্ধ নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩৯,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের জকিগঞ্জে ফরিদ উদ্দিন নামের এক বৃদ্ধ শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফরিদ উদ্দিনের বাড়ি উপজেলার কাজলসার ইউনিয়নের বালাউট গ্রামে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন পুত্র রায়হান আহমদ। জিডি নং- ১০৮০ তাং- ৩০জুলাই ২০১৬।
জানা যায়, কিছুটা মানসিক ভারসাম্যহীন ফরিদ উদ্দিন রতনগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। এখন পর্যন্ত তিনি বাড়ি ফিরেননি। তাঁর সন্ধান পেতে জকিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে মাইকিং করেছেন। পোষ্টার ও ফেসবুক মাধ্যমেও প্রচারণা করলেও সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে পরিবার ও স্বজনদের মধ্যে।
কেউ সন্ধান পেলে অনুগ্রহপূর্বক ০১৭৫৬৭৬১৪১৩ ও ০১৭৫২৮২৯৫৬৮ নং মোবাইলে যোগাযোগ করতে থেকে অনুরোধ জানানো হয়েছে।